রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহে বিএসসি ৪র্থ বর্ষের র‍্যাগ ডে উদযাপন

রুমডো নার্সিং কলেজ, ময়মনসিংহ-এর বিএসসি নার্সিং ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা গতকাল ২১-০৫-২৫ তারিখে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করেন তাদের বহুল প্রতীক্ষিত র‍্যাগ ডে। চার বছরব্যাপী কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টার পর এই দিনটি ছিল তাদের জন্য এক আবেগময় বিদায় ক্ষণ—যেখানে আনন্দ ও বেদনার এক অনন্য মিশেল দেখা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, যারা শিক্ষার্থীদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান ও মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষক-শিক্ষার্থী ও বন্ধুদের উদ্দেশ্যে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতামূলক বক্তব্যে আবেগঘন হয়ে উঠে পুরো পরিবেশ।
র‍্যাগ ডে ছিল শুধুই একটি বিদায় নয়, বরং স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এমন একটি দিন, যা চিরকাল হৃদয়ে গেঁথে থাকবে।
**রুমডো নার্সিং কলেজ-এর বিএসসি ৪র্থ বর্ষের সকল শিক্ষার্থীকে নতুন জীবনের পথে শুভকামনা। তাদের এই সুন্দর ও সফল যাত্রা আগামীর পথে আরও আলোকিত হোক।**

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top