OUR FACILITIES
আমাদের বিশেষ সুবিধাসমূহ
- বিশেষজ্ঞ ডাক্তার, সিনিয়র ইন্সট্রাক্টর (নার্স),জুনিয়র ইন্সট্রাক্টর (নার্স),প্রভাষক সহ মোট ৪০ জন শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা ছাত্র-ছাত্রীদের পাঠদানের ব্যবস্থা করা।
- ডিজিটাল বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে ছাত্র ছাত্রদের কলেজের প্রবেশ ও প্রস্থান সময় নিশ্চিত করে অভিভাবকের মোবাইল এ তাৎক্ষণিক SMS প্রেরন ।
- ১০০% ক্লাসে উপস্থিত ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
- ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা, যা থেকে ছাত্র/ছাত্রীরা Information Super Highway থেকে শিক্ষণীয় বিষয় আহরণ করতে পারবে।
- দেশের বাহিরের স্বানামধন্য হাসপাতালে ছাত্র/ছাত্রীদের ক্লিনিক্যাল পরিদর্শন এ ব্যবস্থা রয়েছে।
- বিভিন্ন রোগের প্রদুর্বতাভাব নিয়ন্ত্রনের লক্ষ্যে সচেতনতা মূলক লিফলেট বিতরণ।
- মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সর্বাধিক ব্যবহারিক ক্লাস ও ল্যাবের সুবিধা।
- হেল্থ কার্ডের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের মেডিকেল চেক আপ এর ব্যবস্থা।
- C C ক্যামেরার মাধ্যমে ক্লাস ও ল্যাব মনিটরিং এর ব্যবস্থা ।
- নার্সিং কোর্সে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ফ্রী অনলাইনে আবেদন সেবা প্রদান করা হয়।
- ব্যবহারিক ক্লাসের জন্য রয়েছে যুগ উপযোগী আধুনিক সকল যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত ল্যাব ।
আমাদের ব্যতিক্রম বৈশিষ্ট্য
- ছাত্র-ছাত্রীদের কমিউনিকেশন Skill বৃদ্ধির জন্য Spoken Club প্রতিষ্ঠা করা হয়েছে ।
- উপস্থাপনা Skill বৃদ্ধির জন্য ডিভেটিং ক্লাব ।
- ১০০% শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
- দেশিও সংস্কৃতিকে তুলে ধরার জন্য কালচারাল ক্লাব প্রতিষ্ঠা রয়েছে।
- নার্সিং ছাত্র-ছাত্রীদের জন্য Capping, pepper presentation, food fair etc আয়োজন করা হয় ।
- পাঠ্য ক্রমের অংশ হিসেব ছাত্র-ছাত্রীদের কমিউনিটি ভিজিট করানো হয়।
- প্রতি বছরে ছাত্র-ছাত্রীদের সাইকিয়াট্রিক হাসপাতাল পরিদর্শন ।
- সাস্থ্য সেবা থেকে বঞ্চিত এরিয়ায় ফ্রী health camping এর ব্যবস্থা করা হয়।
- প্রতি বছর নবীন বরণ অনুষ্ঠান উদযাপন করা হয়।
- প্রতি বছরে নার্সিং ডে উদযাপন করা হয়।
আমাদের রয়েছে HOSTEL ব্যবস্থা
ছাত্র/ছাত্রীদের আবাসিক সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে Rumdo Nursing College কতৃপক্ষ ছেলে ও মেয়েদের পৃথক আবাসিক হোস্টেল পরিচালনা করে আসছে। পরিষ্কার- পরিচ্ছন্ন ছাড়াও সুশৃঙ্খল্ভাবে হোস্টেল পরিচালনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের প্রবেশ ও প্রস্থান রেজিস্টার বইয়ে লিপিবদ্ধ করা হয়। এছাড়া হোস্টেল গুলো পুরোপুরি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। হোস্টেলে অবস্থানরত ছাত্র/ছাত্রীদের জন্য লাইবেরি এবং ল্যাব ব্যবহারের পর্যাপ্ত সুবিধা রয়েছে।
হোস্টেল সম্পর্কিত যেকোন তথ্য জানতে যোগাযোগ : 01936-005851, 01936-002864